জাবির ‘সি-১’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৯ অক্টোবর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সি-১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ) ও ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী চার শিফটে এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ‘সি-১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাটক ও নাট্যতত্ত্বে ছেলেদের ১৩টি ও মেয়েদের ১৩টি আসন রয়েছে। এছাড়া চারুকলা বিভাগে ছেলেদের ১৮টি এবং মেয়েদের ১৭টি আসন রয়েছে।

‘এফ’ ইউনিটে ছেলেদের ৩০টি এবং মেয়েদের ৩০টি আসন রয়েছে। আইন অনুষদে ৩২ হজার ৬৮০টি আবেদন জমা পড়েছে আইন বলে জানান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ।

সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সূচি ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.ju-admission.org থেকে জানা যাবে।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।