ড. জাফর ইকবালকে নিয়ে শাবিতে ‘রঙিন চশমা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৪ অক্টোবর ২০১৮

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবালের বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস ছিল বুধবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষক-শিক্ষার্থীরা আয়োজন করেন ‘রঙিন চশমা’ নামক স্মৃতিচারণ অনুষ্ঠান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় এ স্মৃতিচারণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৯৯৪ সালের ৪ অক্টোবর শিক্ষক হিসেবে যোগদানর পর গুটি গুটি পায়ে এতগুলো বছর এখানে অতিবাহিত করেছি। নানা প্রতিকূলতা, ভালো লাগা, আমার প্রতি আমার ছাত্র-ছাত্রীদের ভালবাসা যা আমাকে অন্য এক জগতের মাঝে ডুবিয়ে রেখেছিল। এজন্য কোনো কিছুর অভাব হয়নি।

SUST-Jafor-Iqbal-1

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা আমাকে প্রথমে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে মেরে ফেলতে চেয়েছিল। আমি কোনো ধর্মের বিরুদ্ধে জীবনে এক কলমও লিখি নাই। আমার পরিবারের সকলে ছিলেন ধর্মপরায়ণ এবং সকল ধর্মের প্রতি সমানভাবে আমি শ্রদ্ধা পোষণ করি।

উল্লেখ্য, অধ্যাপক ড. জাফর ইকবাল ১৯৯৪ সালের ৪ অক্টোবর শাবিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন।

মনসুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।