ইবির ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের পর ভোট পুনরায় কেন গণনা করা হবে না এবং নতুন কমিটিকে দায়িত্ব গ্রহণ করাকে কেন বারিত করবে না তা জানতে চাওয়া হয়েছে।

বুধবার শুনানি শেষে কুষ্টিয়া সহকারী জজ মো. হাবিবুর রহমান এ আদেশ দেন। জবাব দেওয়ার জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত।

শিক্ষকদের একাংশের অভিযোগ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন সত্ত্বেও এ তিন শিক্ষক নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনী ফল ঘোষণা শেষে দেখা যায়, তিন শিক্ষকের দুই জনই নির্বাচনে জয়লাভ করেছেন।

শিক্ষকদের অভিযোগ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করে প্রার্থী হয়ে নির্বাচনে ফলাফলকে প্রভাবিত করেছেন। নির্বাচনী পর্যবেক্ষক সহকারী অধ্যাপক রুহুল আমিনের অভিযোগ, নির্বাচনে বড় ধরনের অসঙ্গতি লক্ষ্য করা গেছে। নিয়ম লঙ্ঘন করে ভোট গণনা করা হয়েছে এবং জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। পর্যবেক্ষকের কাছ থেকে এমন বিবৃতি পাবার পর শিক্ষকদের একাংশ পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আসছেন। এরই অংশ হিসেবে তারা সংবাদ সম্মেলন  করেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।