রাবি প্রশাসনের শোক র‌্যালি


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৩ আগস্ট ২০১৫

জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে শোক র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বর থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে এখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জীবনে এক শোকাবহ মাস। যে ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সে ব্যক্তিকে কিছু বিপথগামী মানুষ রাতের আধারে নির্মমভাবে হত্যা করেছেন। বঙ্গবন্ধু শুধু জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারই নন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বাঙালি জাতির কিছু বিপথগামী মানুষের দ্বারাও।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এ দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি তার স্বপ্ন পূরণের আগেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে। তবে জনগণ যদি সজাগ থাকেন তাহলে স্বাধীনতা বিরোধীরা কোনো ষড়যন্ত্র করতে পারবেন না বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিনের সঞ্চালনায় এসময় এখানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক মো. তারিকুর হাসান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে আগামী ১৫ আগস্ট সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে এ সমাবেশ থেকে জানানো হয়।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।