‘ধরিত্রী বাংলাদেশ’ সম্মাননা পেলেন ববি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ধরিত্রী বাংলাদেশ-এর পরিবেশ ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা অর্জন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হলে ধরিত্রী বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংস্কৃতি, বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষার বিকাশ, মানবতা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা, সচেতনতা সৃষ্টি, সংস্কৃতির উন্নয়ন দ্বারা উন্নত মানবজীবন এবং উন্নত স্বদেশ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ সম্মাননা পেলেন।

প্রফেসর ড. এস এম ইমামুল হক ইতোপূর্বে বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল’, ‘বাংলাদেশ ইউজিসি অ্যাওয়ার্ড-২০০৭’, ‘বঙ্গবন্ধু কৃষি পদক-২০০৮’, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা পদক-২০০৯’, ‘ইডুকেশন পিস অ্যাওয়ার্ড-২০১৮’ অর্জন করেছেন।

সাইফ আমীন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।