বেরোবিতে ভর্তির আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১১:০২ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় শুরু হয়ে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এ আবেদন-প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২-৬ ডিসেম্বর এমসিকিউ পদ্ধতিতে ছয়টি ইউনিটে ২১টি বিভাগের ১৩১৫টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া ভর্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে 01557229215 এবং 01558136814 নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

সজীব হোসাইন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।