রাবির রাজমিস্ত্রি শিক্ষার্থীর দায়িত্ব নিলো ছাত্রলীগ সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

লেখাপড়ার খরচ যোগাতে বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হলে রাজমিস্ত্রির কাজ করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস সালাম। বেশ কিছুদিন কাজ করার পর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের। শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে ডেকে তার লেখাপড়া ও থাকা খাওয়া দায়িত্ব নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

জানা যায়, স্পোর্টস সায়েন্স বিভাগের ওই শিক্ষার্থী আব্দুস সালামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

আব্দুস সালাম বলেন, মা মারা গেছেন এসএসসি পরীক্ষার সময়। বাবা লেখাপড়ার খরচ চালাতে পারছিলেন না। তাই বাধ্য হয়েই রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমাকে রাবি ছাত্রলীগের সভাপতির কাছে নিয়ে যায়। সভাপতি থাকা খাওয়া এবং পরবর্তীতে লেখাপড়ার বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার জানতে পারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী সালাম রাজমিস্ত্রির কাজ করে পড়ালেখার খরচ জোগার করে। সালামের সঙ্গে কথা বলে জানতে পারি তার পরিবারে আর্থিক সংকট প্রকট। এসব জানার পর তার লেখাপড়া, থাকা-খাওয়াসহ যাবতীয় খরচের বিষয়ে সাহায্য করবো বলে জানিয়েছি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।