রাবিতে নির্মাণ হচ্ছে দেড় শতাধিক পার্কিং স্পেস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারীদের ব্যবহৃত গাড়ি ও বাহনের পার্কিং সুবিধার জন্য দেড় শতাধিক পাকিং স্পেস নির্মাণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে ৪৫টি স্পেসের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতর সূত্র জানায়, প্রাথমিকভাবে রবীন্দ্র ভবনের সামনে ১৮টি, জুবেরী অতিথি ভবনের সামনে ১৫টি ও প্রথম বিজ্ঞান ভবনের পেছনে ১৬টিসহ এই ৪৫টি নির্মাণে পার্কিং স্পেস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইউসুফ আলী জানান, পাকিং সুবিধা না থাকায় গাড়ি এলোমেলো করে রাখা হত। তাই বিশ্ববিদ্যালয় সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের আওতায় পাকিং সুবিধার জন্য কিছু স্পেস নির্মাণ করা হচ্ছে। সামনে আরও ১০০ থেকে ১৫০টি পার্কিং স্পেস নির্মাণ করার চিন্তা রয়েছে।

আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।