শিক্ষাছুটি শেষে না ফেরায় দুই শিক্ষকের নিয়োগ বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

বিদেশে পিএইচডি করতে গিয়ে শিক্ষাছুটির নির্দিষ্ট সময় পার হলেও বিভাগে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাশফিকুর রহমান খান এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক তামান্না আফরিন রিমি।

এছাড়াও একই অভিযোগে শিক্ষাছুটিতে থাকা বেশ কয়েকজন শিক্ষককে কর্মক্ষেত্রে যোগ দিতে আট সপ্তাহ সময় দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, দুজনের নিয়োগ বাতিল ও অন্যদের আট সপ্তাহ সময় দেয়া হয়েছে।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।