ঢাবি উপাচার্যের সঙ্গে নিউজিল্যান্ডের এমিরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮

নিউজিল্যান্ডের ক্যান্টারবুরি ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক ড. জেনিনকা গ্রিনউড ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ড. মো. আরিফুল হক কবির, ড. আবু সালাহউদ্দিন এবং ড. মুহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের ক্যান্টারবুরি ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।