চবিতে ভর্তির আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ বছর ৪টি ইউনিটে ২৭-৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমেদ বলেন, ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ বছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন। এছাড়া রকেট বা বিকাশের মাধ্যমে ভর্তি আবেদন ফি জমা দেয়া যাবে।

আবদুল্লাহ রাকীব/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।