৩ সেপ্টেম্বর খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুবি
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

জাতীয় শোক দিবস, ঈদুল-আজহা ও শুভ জন্মাষ্টমীর ছুটি শেষে আগামীকাল (সোমবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে। টানা ২২ দিনের ছুটি কাটিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল-আজহা, জাতীয় শোক দিবস ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ১২ আগস্ট রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও ১৯ আগস্ট থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে আগামী ৩ সেপ্টেম্বর সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এদিকে ছুটি কাটিয়ে ফেরা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের উপস্থিতিতে আবাসিক হল এবং ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন মেস প্রাণ ফিরে পেয়েছে।

আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।