রুয়েটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী এই প্রতিষ্ঠানের ছাত্রদের কবরে ফুলের ঢালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ১০টায় রুয়েট ক্যাম্পাস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস ও রাজশাহী-ঢাকা সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য কেক কেটে রুয়েট দিবস উদযাপন করেন। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বেলা ১১ টায় প্রশাসনিক ভবন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।