বেরোবিতে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ৩০ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এক মানবন্ধন থেকে এ দাবি জানান। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেয়।

নীল দলের সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে তাহেরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছয়জন এখনও বিদেশে পলাতক আছেন। একই অপরাধে দণ্ডিত পাঁচ আসামির ফাঁসি হয়ে যাওয়ার দীর্ঘ ছয় বছর পরও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির ক্ষুব্ধ ও দুঃখিত।

BRUR-1

বক্তারা মানববন্ধন থেকে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোরালো কূটনৈতিক তৎপরতা ও দক্ষতা প্রত্যাশা করেন।

মানববন্ধনে নীল দলের সভাপতি ড. নিতাই কুমার ঘোষ, কার্যকরী সদস্য ড. তুহিন ওয়াদুদ, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের প্রধান মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সজীব হোসেইন/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।