ছুটি শেষে ইবি খুলছে আজ

জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে ১৪ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলেছে আজ।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়। আগামীকাল মঙ্গলবার হতে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতিতে শুরু হবে।

আজ থেকে বিশ্ববিদ্যালয় খোলায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। এর সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসমূহ মুখরিত হয়ে উঠতে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী গত ১৪ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং গত ১৫ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।