জাবির হল ডাইনিং কর্মচারী সমিতির ৭ দফা দাবি
চাকরি স্থায়ীকরণ করাসহ সাত দফা দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডাইনিং হল কর্মচারী সমিতি। শনিবার দুপুর ১২টায় অস্থায়ী ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম সাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে অস্থায়ী ডাইনিং হল কর্মচারীদের সিকবয় ও বাবুর্চিদের মতো পর্যায়ক্রমে চাকরি স্থায়ীকরণ, সরকার ঘোষিত নতুন পে-স্কেল চতুর্থ শ্রেণি কর্মচারীদের ন্যায় অস্থায়ী ডাইনিং হল কর্মচারীদের বেতন বৃদ্ধিকরণ, বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণি কর্মচারীদের ন্যায় অস্থায়ী ডাইনিং হল কর্মচারীদের পোশাক ভাতা ছয়শত টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকায় উন্নিতকরণ, চিকিৎসা ভাতা প্রদান, ধোলাই ভাতা, বাড়ি ভাড়া ভাতা, শিক্ষা ভাতা প্রদানকরণ।
হাফিজুর রহমান/বিএ