ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মশাল মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৫ আগস্ট ২০১৮

সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি ও ক্ষমতাশীল সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাকৃবি সংসদ ছাত্র ইউনিয়ন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে তারা এ কর্মসূচি পালন করে। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ক্ষমতাশীল সংগঠনসমূহ বর্বরোচিত হামলা চালায়। এতে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আহত হয়। এ সময় তারা ওই ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মো. শাহীন সরদার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।