রুয়েটে ক্লাস বর্জন, শিক্ষার্থীদের তিন দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৫ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের মধ্যদিয়ে রোববার ক্লাস বর্জনের ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার রাতে রুয়েটের প্রধান ফটকের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনকালে এ দাবিগুলো পেশ করেন তারা।

দাবিগুলো হলো- নিরাপদ সড়কের ব্যবস্থা করা, আজকের (শনিবারের) যে ঘঠনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে তদন্ত করা, ভুক্তোভোগী শিক্ষার্থীদের যাবতীয় দায়ভার সরকারকে নেয়া।

আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে রুয়েটের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সালমান শাকিল/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।