শেকৃবিতে ল্যাপটপ ছিনতাইকারী অাটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৫ আগস্ট ২০১৮

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) সংলগ্ন সড়কে রিকশা থেকে ল্যাপটপ ছিনতাই করে পালানোর সময় দুই মোটরসাইকেল অারোহী অাটক হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত দুই শিক্ষার্থী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ল্যাপটপ মেলা থেকে ল্যাপটপ কিনে রিকশাযোগে ফিরছিলেন।

পথে দুই মোটরসাইকেল অারোহী চলন্ত অবস্থায় ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই দুই শিক্ষার্থী ধাওয়া করে তাদের পিছু নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে দায়িত্বরত অানসাররা মোটরসাইকেলসহ ছিনতাইকারীদের অাটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অাটকৃতদের শেরেবাংলা হল প্রভোস্ট মো. হাসানুজ্জামান অাকন্দের উপস্থিতিতে গেস্ট রুমে জিজ্ঞাসাবাদ করে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মো. রাকিব খান/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।