জবি শিক্ষকদের বহনকারী বাসে শ্রমিকদের হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:২৩ এএম, ০২ আগস্ট ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি বাসে হামলা করেছে পরিবহন শ্রমিকরা। এতে বাসটির সামনের ও আশপাশের বেশ কয়েকটি গ্লাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকরা আকস্মিকভাবে জবি শিক্ষকদের বহনকারী (৯ নং) বাসে হামলা চালায়। এ সময় আশপাশে থাকা অন্য শ্রমিকরা লাঠি দিয়ে গ্লাস ভাঙতে থাকে। এতে করে বাসটির সামনে ও আশপাশের বেশ কয়েক জায়গায় ক্ষয়ক্ষতি হয়।

হামলার ব্যাপারে জবির পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ জাগো নিউজকে বলেন, হামলায় বাসের সামনের গ্লাসসহ অনেকগুলো গ্লাস ভেঙে ফেলেছে হামলাকারী শ্রমিকরা। এতে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) আমি যেভাবেই হোক বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সরাসরি চালকের সঙ্গে কথা বলে পুরো ঘটনাটা জানবো।

মাহমুদুল হাসান তুহিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।