প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ


প্রকাশিত: ০২:২১ পিএম, ০৭ আগস্ট ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে হল শাখা ছাত্রলীগ।

শুক্রবার দুপুরে তাকে হলের ফটক থেকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করা হয়।

আটক ওই শিক্ষার্থীর নাম হেনা কামাল। বর্তমানে তিনি ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত।

জানা গেছে , হেনা কামাল বেশ কিছুদিন ধরে তার ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। এমনকি ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কুৎসা রটাতেন। বিষয়টি হল শাখা ছাত্রলীগের নজরে আসলে তারা কামালকে নজরদারিতে রাখেন। তারই ধারবাহিকতায় শুক্রবার দুপুরে হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা তাকে আটক করে আবাসিক শিক্ষকদের জানান। পরবর্তীতে হল প্রশাসন প্রক্টরিয়াল বডির সহযোগিতায় তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেন।

জানতে চাইলে বিজয় হল শাখা ছাত্রলীগের সভাপতি শেখ ইনান জাগো নিউজকে বলেন, বেশ কিছুদিন ধরে কামাল ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কুটুক্তি করেন। বিষয়টি হল প্রশাসনের নজরে আসলে তারা তাকে নজরদারিতে রাখেন। খোঁজ খবর নিয়ে এর সত্যতা পেয়ে তাকে আজ প্রক্টরিয়াল বডির মাধ্যমে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। আর সাধারণ ছাত্ররা হল প্রশাসনকে এ কাজে সহযোগিতা করেছে।

এমএইচ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।