বিএসএমএমইউ পরিদর্শনে সাইবারজায়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৬ জুলাই ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শন করেছেন মালয়েশিয়ার সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিকেল সাইন্সের সফরকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ১০ শিক্ষক ও ৪৫ জন মেডিকেল শিক্ষার্থীসহ মোট ৫৫ সদস্যের শিক্ষা সফরকারী দলটি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় সফরকারী দলটির জন্য বি ব্লকের ডা. মিল্টন হলে একটি শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইকমিশন অব মালয়েশিয়ার কাউন্সিলর ইধাম জুহুরি মোহাম্মদ ইউনুস।

সভাপতিত্ব করেন হাইকমিশন অব মালয়েশিয়ার সেক্রেটারি মোহাম্মদ ফাজলে ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাইবারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিক্যাল সাইন্সের শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকরাম বিন মোহম্মদ সাল্লেহ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ‘হাউ টু বিকাম এ গুড ডক্টর’ শীর্ষক মূল্যবান লেকচার প্রদান করেন।

শুভেচ্ছা অনুষ্ঠান শেষে শিক্ষা সফরকারী দলটির শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উল্লেখ্য, গত ২২ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের দলটি বাংলাদেশে শিক্ষা সফরে আসে।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।