ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৪ জুলাই ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কারেন্ট ট্রেন্ডস ইন ফোকলোর স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এতে বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন- ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ’র অধ্যাপক ড. জওহরলাল হান্ডু। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ‘হিস্ট্রি অফ আর্ট’ বিভাগের অ্যধাপক ড. ড্যামন জোসেফ মনটেকলার বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা ফোকলোর অধ্যায়নের সমসাময়িক প্রবণতার বিষয়ে আলোচনা করেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।