শেকৃবির সিড টেকনোলজিতে ভর্তির আবেদন শুরু রোববার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২১ জুলাই ২০১৮

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এম এস সিড টেকনোলজি কোর্সে ভর্তির আবেদন শুরু হবে ২২ জুলাই (রোববার) থেকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবেদন ফরম পূরণ করে ২৬ জুলাইয়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসে জমা দিতে হবে।

ফরমের সঙ্গে সব শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশিটের সত্যায়িত ফটোকপিসহ সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র ও তিনকপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তার নিকট হতে অনুমতিপত্র সংযোজন করতে হবে। মেধারভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ জুলাই পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছুদের পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এম এস আবেদন ফরম পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ১ থেকে ২ আগস্টের মধ্যে ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।