টেকসই উন্নয়নই গণমাধ্যমের অঙ্গীকার


প্রকাশিত: ১০:১৯ এএম, ০৬ আগস্ট ২০১৫

‘টেকসই উন্নয়নই গণমাধ্যমের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন অপরাজেয় বাংলার সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ১৯৬২ সালের ২ আগস্ট ডিপ্লোমা কোর্সের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বর্তমানে এ বিভাগ থেকে স্নাতক ও স্নাতোকত্তর এমনকি পিএইচডি ডিগ্রিও প্রদান করা হচ্ছে।

এম এইচ/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।