শেকৃবিতে সেমিনার গ্যালারি ও লাইব্রেরি উদ্বোধন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেখ কামাল অনুষদ ভবনে এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সেমিনার গ্যালারি এবং লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এই সেমিনার রুম ও লাইব্রেরি উদ্বোধন করেন।
হেকেপ সাব-প্রজেক্ট সিপি-৬২০৩ এর মাধ্যমে সেমিনার গ্যালারিতে মাল্টিমিডিয়া, আধুনিক সাউন্ড সিস্টেম, ডিজিটাল স্ক্রিন, শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এসব সুবিধাদি সংযুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসাইন।
এমআরএম/পিআর