রাবি শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা


প্রকাশিত: ০৬:২৬ এএম, ০৬ আগস্ট ২০১৫

জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে আগামী রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

তিনি জানান, প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনে অবমূল্যায়ন করা হয়েছে। তাই এর প্রতিবাদে আগামী রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মবিরতি পালন করবে শিক্ষকরা। একই সঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করা হবে।

প্রসঙ্গত, অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন অবমূল্যায়নের প্রতিবাদে ও বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের দাবিগুলো হলো, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ঘোষণা ও এর বাস্তবায়ন, সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমতুল্য করা, অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করা এবং সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করা।

রাশেদ রিন্টু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।