শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস রোববার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেকৃবি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৪ জুলাই ২০১৮

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস রোববার। দিবসটি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ দিবসটি উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানমালায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল শিক্ষার্থীকেও আমন্ত্রণ জানিয়েছেন উপাচার্য। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- কৃষি অনুষদ সংলগ্ন চত্বরে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন উপাচার্য। এরপর শোভাযাত্রা বের করা হবে।

এ উপলক্ষে ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে হল, বিভাগ, ইনস্টিটিউট ও অফিস সমূহ যথারীতি খোলা থাকবে। বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৬ জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে পুরস্কার বিতরণী হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।