চবিতে গাঁজা সেবনকালে আটক ৫ শিক্ষার্থীর কারাদণ্ড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১২ জুলাই ২০১৮
প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনকালে আটক পাঁচ শিক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ শাস্তি দেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলী।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুমন ত্রিপুরা, ফার্সি ভাষা সাহিত্য বিভাগের মঈনউদ্দিন আমানুল্লাহ, বাংলা বিভাগের আব্দুল্লাহ আল তামজীদ, একই বিভাগের মো. এনামুল হাসান খান। তারা চারজনই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ১৫১ নম্বর কক্ষ থেকে পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।

হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জাগো নিউজকে বলেন, গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

আবদুল্লাহ রাকীব/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।