নীলক্ষেত থেকে জাল সার্টিফিকেটসহ আটক ২


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৫ আগস্ট ২০১৫

রাজধানীর নীলক্ষেত বকুশাহ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেটসহ ২ দোকান মালিককে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে নিউ মার্কেট থানা পুলিশ।

বুধবার বিকেল ৩টায় তাদের বকুশাহ মার্কেট থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মায়ের দোয়া উদয়ন প্রিন্টার্স এর মালিক আজগর ভূঁইয়া (২৬) ও মো. আবদুস সামাদ (৩২)। বর্তমানে তারা নিউ মার্কেট থানা পুলিশের হাজতে রয়েছে। এদের মধ্যে আজগর ভূঁইয়া নিজেকে সেচ্ছাসেবক লীগের কর্মী দাবি করেন। যদিও তাতে তার শেষ রক্ষা হয়নি।

এসময় তাদের কাছ থেকে সার্টিফিকেট জাল করার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে তৈরিকৃত জাল সার্টিফিকেট, মার্কসিট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট ও মার্কসিট, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মার্কসিট, ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়সহ আরো বিদেশি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জালকরণের সরঞ্জামাদি এবং দেশের বিভিন্ন কলেজ,বিশ্ববিদ্যালয়, সরকারি সার্টিফিকেট, নকল করার ১৪টি ছোট ও ৬৩টি বড় প্লেটসহ বেশ কিছু সরঞ্জামাদি।

এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বলে, তাদের এমন কাজে সহযোগিতা করে আরো কয়েকটি দোকানসহ ১৪ জন লোক। এছাড়াও বাকুশাহ মার্কেটের ১নং গলির ফিরোজের দোকানসহ কয়েকটি দোকানও এমন আসাধু কাজে জড়িত বলেও তারা স্বীকার করে।

photo

জব্দ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেটে দেখা যায় এটি হুবহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের ন্যায় তৈরি। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভেতরে জলছাপে দেয়া ছাগলের ছবিও এতে রয়েছে। এমনকি যে কাগজগুলো এখানে ব্যবহার করা হয়েছে তাও ইউনিভার্সিটিতে ব্যাবহার করা মূল কাগজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের ধারণা এই কাগজগুলো বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে তারা নিয়ে থাকে। নতুবা এমন কাগজ মার্কেটে পাওয়া অসম্ভব।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জাগো নিউজকে জানান, ‘তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিউ মার্কেট থানায় মামলা করা হবে। এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখ হচ্ছে।’

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।