ডিএমসি ডে’র অনুষ্ঠানে মারামারি, পাঁচ চিকিৎসক আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১১ জুলাই ২০১৮

৭৩তম ঢাকা মেডিকেল কলেজ দিবসের (ডিএমসি ডে) অনুষ্ঠানে চিকিৎসকদের দুইপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৫ চিকিৎসককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হচ্ছেন ঢামেক নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিজভী, নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ ও ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক এইচএম আফজালুল হক রানা। বাকি দুই চিকিৎসকের নাম জানা যায়নি।

মঙ্গলবার রাতে ঢামেকের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম জানান, ডিএমসি ডে উপলক্ষে দিনভর ডা. মিলন অডিটোরিয়ামে আনন্দ উৎসব চলছিল। রাত ৮ টায়টায় কিছু জুনিয়র চিকিৎসক সিনিয়রদের চেয়ারে বসে। ভলেন্টিয়াররা তাদের উঠে যেতে বললে তারা হইচই করে। তবে তখনই বিষয়টা মীমাংসা হয়ে যায়।

পরে রাত ৯ টার দিকে এই নিয়ে আবার উত্তেজনা বিরাজ করে এবং দুই পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন চিকিৎসক সামান্য আহত হন।

এআর/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।