রাবি ছাত্রজোটের ৫ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ জুলাই ২০১৮

কোটা সংস্কার দাবীকারীদের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ ও কোটা সংস্কারে বিশেষজ্ঞদের নিয়ে নতুন কমিশন গঠন করাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমচত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক সুমন মড়ল লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার পতনের আন্দোলন’ জাতীয় মিথ্যাচার থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের দাবিকে মানবিক বিবেচনায় দেখবেন। অবিলম্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে কোটা সংস্কার বিষয়ক কমিশন গঠন করে সকল শ্রেণি পেশার মানুষের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত করবেন। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারী সন্ত্রাসীদের বিচার করবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপাচার্যের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বক্তব্য প্রত্যাহার, গ্রেফতারদের আইনি সহায়তা প্রদান ও ছাত্রলীগের হামলায় আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান জোট নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এএম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান তারেক, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির হোসেন, সাধারণ সম্পাদক রঞ্জু হাসান ও ছাত্র ইউনিয়নের সদস্য শাকিলা খাতুন প্রমুখ।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।