আন্দোলনকারীদের নির্যাতনের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবি
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৫ জুলাই ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়,কেন্দ্রীয় শহিদ মিনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, ছাত্রী লাঞ্ছনা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শেষে সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবিপ্রবি’র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান বলেন, সারা দেশে কোটা আন্দোলনের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তরিকুলের পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেয় হয়েছে। আমরা এই হামলার বিচার দাবি করছি এবং আহতদের চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। হামলার ও নারী লাঞ্চনার দোষীদের বিচারের আওতায় নিয়ে আসারসহ কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের দাবি জানাই।

এতে আরও বক্তব্য দেন- অন্তরা পারভীন, ফারুক মিয়া প্রমুখ।

আব্দুল্লাহ আল মনসুর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।