বর্ণিল আয়োজনে ঢাবির ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে শনিবার থেকেই পুরো ক্যাম্পাসে সাজ সাজ রব দেখা গেছে। আলোক সজ্জায় সাজানো হয়েছে ক্যাম্পাসের ভবনগুলো।

১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে সকল নৈতিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়া জাতির আলোকবর্তিকা এ প্রতিষ্ঠানটি ৯৭ বছর পেরিয়ে ৯৮ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা।’

রোববার সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর র‌্যালিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে সমবেত হন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

jagonews24

সকাল ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে তৈরিকৃত 100yrs.du.ac.bd নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ‘২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং একইসাথে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীকে সামনে রেখে ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে এ বিষয়ক কার্যক্রম আজকে থেকে শুরু হলো। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ ওয়েবসাইট আপডেটেড হবে।’ ১০টা ৪৫ মিনিটে ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা উদ্বোধন করা হয়।

jagonews24

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। আলোচনা সভায় উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এমএইচ/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।