কুমিল্লায় মেডিকেলের ৬ ছাত্র বহিষ্কার
কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের জেরে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ওই কলেজের শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনাসহ তাদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে সোমবার থেকে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন।
এরপর সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ আন্দোলনকারী ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ দেয়। দাবি পূরণ ও ছয় ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য মঙ্গলবার দুপুর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
জানা যায়, কলেজে কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনার বিষয়ে দাবি-দাওয়া নিয়ে সোমবার সকাল ৮টায় কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কর্মসূচি পালনে বাঁধা দিলে মঙ্গলবারও তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
এদিকে ওই ঘোষণার পর সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ দেয়া হয়। এদেরমধ্যে চতুর্থ বর্ষের ছাত্র কামরুল ইসলামকে এক বছরের জন্য এবং পঞ্চম বর্ষের আহমেদ রুবায়েত, চতুর্থ বর্ষের জুবায়ের আহমেদ ও মাসুদুর রহমান, তৃতীয় বর্ষের শাহীন উদ্দিন ও আশরাফ হাসানসহ পাঁচজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কারের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ছয় ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং তাদের দাবি পূরণ না করা পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুর রহমান পাটোয়ারী জানান, কলেজের শৃঙ্খলা ভঙের কারণে ছয় ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।
মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর