পাবনা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন


প্রকাশিত: ১২:২০ পিএম, ০৩ আগস্ট ২০১৫

মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং ওয়ার্ড বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিক্ষার্থীরা পাবনার সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি জমা দেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন।

এসময় বক্তব্য রাখেন গুল মো. সাব্বীর, জাহিদ হাসান শুভ, আশিকুর রহমান এবং শাহেদুল আলম ভুঁইয়াসহ আরো অনেকে। ইতোমধ্যে ময়মনসিংহ মেডিকেল, কক্সবাজার মেডিকেলসহ কয়েকটি মেডিকেল কলেজে ক্লাস বর্জন শুরু হয়েছে। মঙ্গলবার থেকে পাবনাসহ অন্যান্য মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনে যাচ্ছে।

বিএমডিসি প্র্রণীত নতুন কারিকুলামে প্রথম পেশাগত পরীক্ষায় ক্যারি অন পদ্ধতি বাতিলের প্রতিবাদে গত শনিবার পাবনা মেডিকেলের ২ শতাধিক শিক্ষার্থী পাবনা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে তারা ২৪ ঘণ্টার আলিমেটাম দেন। ২৪ ঘণ্টা আল্টিমেটামের কোনো আশ্বাস না পেয়ে তারা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দেন।

একে জামান/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।