চবির ৫ শিবিরকর্মী বহিষ্কার


প্রকাশিত: ০৯:২১ এএম, ০১ অক্টোবর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বাসে বোমা হামলার ঘটনায় শিবিরের ৫ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় বুধবার তাদের সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের মো. আমিন উদ্দিন, ইব্রাহিম খলিল, তৃতীয় বর্ষের তৌহিদুল ইসলাম ও মো. ইউনুস এবং গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আবদুল হালিম।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) মো. আনোয়ারুল আলম আজিম আরিফের সভাপতিত্বে বুধবার দুপুরে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ভিসি বলেন, ‘বিশ্বিদ্যালয়ের ৪৯৫তম সিন্ডিকেট সভায় পাঁচজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ ছাড়া তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শাতে নোটিশ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।