জাবি সাংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০২ আগস্ট ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৫-২০১৬ কার্য-নির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তফসিলপত্র পাঠ করেন সহকারী নির্বাচন কমিশনার ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী।

১২ আগষ্ট বুধবার সকাল ১০টায় জাবিসাসের অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ৫ আগস্ট এবং জমা দেওয়ার শেষ তারিখ ৬ আগস্ট। চূড়ান্ত প্রার্থীর তালিকা ৯ আগস্ট প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ (ভূগোল ও পরিবেশ), সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দীন (পরিবেশ বিজ্ঞান), সাংবাদিক সমিতির সভাপতি মো. জনি আলম, সাধারণ সম্মাদক মো. মামুনুর রশিদ সৈকতসহ সাংবাদিকবৃন্দ।

হাফিজুর রহমান/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।