জাবিতে মাছের পোনা অবমুক্ত


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০২ আগস্ট ২০১৫

‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. শেলীনা আফরোজা এই মাছের পোনা অবমুক্ত করেন।

অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল মাছের ৭ হাজার পোনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সংলগ্ন জলাশয়ে ছাড়া হয়। মাছের পোনা অবমুক্ত করার পর সচিব ড. শেলীনা আফরোজা ক্যাম্পাস পরিদর্শন করেন।

হাফিজুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।