বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০১ আগস্ট ২০১৫

প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষায় ক্যারি অন পদ্ধতি চালু রাখার দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন বরিশাল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনের সড়কে সম্মিলিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে মেডকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, ক্যারি অন পদ্ধতি তুলে নেয়ার কারণে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে। এতে করে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা তৃতীয় ব্যাচের সঙ্গে আগের ন্যায় নিয়মিত ক্লাশ করতে পারছেন না বলে তারা পিছিয়ে পড়ছেন। এমনকি টার্ম পরীক্ষা, ওয়ার্ড ফাইনালসহ অনান্য পরীক্ষার বিষয়ে কী হবে তা নতুন কারিকুলামে উল্লেখ নেই বলে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এজন্য স্বাস্থ্য মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, মাসুদুর রহমান, মুরাদ হোসেন, সালাউদ্দিন কোরেশী প্রমুখ। এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ বরাবর স্মরকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।