জাবি শিক্ষকদের চাকরির বয়স ৬৭ থেকে ৬৫


প্রকাশিত: ০২:১৯ পিএম, ৩১ জুলাই ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়স ৬৭ করার সিদ্ধান্ত বাতিল করে ৬৫ তেই ফিরে গেছে কর্তৃপক্ষ। এর আগে গত বছর শিক্ষদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৭ করার সিদ্ধান্ত গ্রহন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
শুক্রবার বিশেষ সিনেট অধিবেশন ডেকে শিক্ষকদের অবসর গ্রহণের বয়স ৬৭ বছর বাতিল করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের প্রথম সিন্ডিকেট সভায় প্রস্তাবটি উত্থাপন হয়।  পরে একই বছর ৩রা মে সিনেটে পাশ হয়।  

হাফিজুর রহমান/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।