ঢাবি ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ : ট্রাস্ট পরিবহনের ৫টি বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের এক ছাত্রীকে অশালীন আচরণের অভিযোগে ট্রাস্ট পরিবহনের পাঁচটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে শাহবাগ থেকে বাসগুলো আটক করে তারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে নিয়ে আসে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানীর কারওরান বাজার মোড়ে ট্রাস্ট পরিবহনের এক সহকারী ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী। এছাড়াও তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ছাত্ররা ট্রাস্ট পরিবহনের কয়েকটি বাস আটক করেছে। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আসছেন। এলে শাহবাগ থানায় বিষয়টি সমাধান করা হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। তবে কে অশালীন আচরণ করেছে তা জানা যায়নি। বাস কর্তৃপক্ষ আসতেছে। ওই মেয়েকে (ঢাবি ছাত্রী) আসতে বলা হয়েছে। সে বিস্তারিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

এমএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।