বেরোবিতে ৩০ মে থেকে ছুটি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ১১:২৬ এএম, ২০ মে ২০১৮
ছবি-ফাইল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩০ মে। ছুটি শেষে আগামী ১ জুলাই শুরু হবে ক্লাস।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ১ জুলাই রোববার থেকে ক্লাস শুরু হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৪ জুন থেকে ফের খোলা থাকবে।

সজীব হোসাইন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।