সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কার্নিভাল শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৫ মে ২০১৮

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ১৫ মে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী সামার সেমিস্টার ২০১৮ অ্যাডমিশন কার্নিভাল (ভর্তি মেলা)। বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ ক্যাম্পাস মিলনায়তনে ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্নিভাল চলবে।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার, ডিন, চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা।

এছাড়া কার্নিভালে তাৎক্ষণিক ভর্তিতে রয়েছে আকর্ষণীয় উপহার।

এমআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।