অবশেষে শান্ত জবি

গত কয়েক দিনের আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন শেষে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আজ (মঙ্গলবার) পুরোপুরি শান্ত। সব বিভাগে ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যাথারীতি চলছে। কোনো ধরণের আন্দোলন কিংবা বিশৃঙ্খলা কোথাও নেই।

প্রকাশনা জালিয়াতির অভিযোগে চাকরি হারানো ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদকে পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে শিক্ষার্থীরা। গত ২৬ এপ্রিল ৭৭ তম সিন্ডিকেট সভায় নেয়া ওই সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলে এবং আন্দোলন করে শিক্ষার্থীরা।

সেই আন্দোলনের প্রেক্ষিতে সোমবার (৭ এপ্রিল) শিক্ষকরা প্রকাশনা জালিয়াতির বিচার এবং ক্যম্পাসে সুষ্ঠু পরিবেশের দাবিতে সমাবেশ করেন। সমাবেশে তারা শিক্ষার্থীদের জালিয়াতির পক্ষে অবস্থান নেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

তারা বলেন, শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলনে নেমেছে। এটা একটি ষড়যন্ত্রমূলক আন্দোলন। যারা এই আন্দোলনে মদদ দিচ্ছে এবং অবুঝ শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে তাদেরও শাস্তির দাবি করেন তারা।

মাহমুদুল হাসান তুহিন/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।