বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু রোববার


প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৯ জুলাই ২০১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ, রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার থেকে ক্লাশ শুরু হবে। বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

তবে ক্লাশ শুরু হবে রোববার থেকে। ইতিমধ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় প্রানচাঞ্চল্য ফিরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বরিশাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি জানান, গ্রীষ্মকালীন অবকাশ, রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত ক্লাশ এবং ৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অফিসের কার্যক্রম বন্ধের ঘোষনা করা হয়েছিল।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।