আবন্তিকার জন্য দুই লাখ টাকা প্রয়োজন

মৃত্যুর প্রহর গুনছে ৫ বছরের শিশু আবন্তিকা রিমি। এই বয়সেই জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আবন্তিকার হার্ট ফুটো হয়ে গেছে। অস্ত্রোপচার করতে হবে। এজন্য অন্তত দুই লাখ টাকা খরচ হবে। কিন্তু আবন্তিকার বাবা অটোরিকশা চালক আশরাফুল হক নিরুপায়। আবন্তিকার বাড়ি রংপুর সদরের সাতগাড়া গ্রামে।

আশরাফুল হক জাগো নিউজকে বলেন, রংপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্লে শ্রেণিতে ভর্তি করিয়েছিলেন মেয়েকে। গত এপ্রিল মাসে স্কুল থেকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আবন্তিকাকে। সেখানে চিকিৎসকেরা নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার হার্ট ফুটো হয়ে গেছে, দ্রুত চিকিৎসা নিলে সুস্থ হয়ে ওঠবে।

Abontika-2

কিন্তু টাকার অভাবে একমাত্র সন্তান আবন্তিকার চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা আশরাফুল। ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। এখন এখন শুয়ে শুয়েই দিন কাটে তার। তার বাবা আশরাফুল সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন।

আবন্তিকাকে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন তার বাবার সঙ্গে। ফোন নম্বর : ০১৯৫১-৯৮১৪৪০।

সজীব হোসাইন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।