মধ্যরাতে ইবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ১১:০৯ এএম, ২৯ এপ্রিল ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মধ্যরাতে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মীরা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্রিকেট খেলার সময় ছাত্রলীগের ৫-৭ জন নেতাকর্মী তার উপর চড়াও হয়।

জানা যায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা রাত ১২টার দিকে প্রধান ফটকে ক্রিকেট খেলতে যান। তাদের সঙ্গে খেলতে আসেন প্রধান ফটক সংলগ্ন হোয়াইট হাউস মেসের সানাউল্লাহ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এ সময় প্রধান ফটকে যায় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী বিপুল খান, মোশাররফ হোসেন নীল, ফজলে রাব্বি এবং বিশাল। বিপুল খান খেলারত অবস্থায় থাকা সানাউল্লাহকে হঠাৎ করেই কলার চেপে ধরে বলেন, ‘তুই লিস্টেড শিবির, ক্যাম্পাসে কী এত রাতে?’ পরে বিপুলের সঙ্গে থাকা অন্যরাও ওই শিক্ষার্থীকে উপর্যুপুরি কিল ঘুষি মারতে থাকে। এতে ওই শিক্ষার্থী মাথায় আঘাত পায়।

বিপুল খান জাগো নিউজকে বলেন, ‘আমাদের কাছে শিবিরের যে লিস্ট আছে তাতে ওর (সানাউল্লাহ) নাম রয়েছে। আর এত রাতে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া খেলতে আসার কথা নয়।’

তবে সানাউল্লাহ জাগো নিউজকে বলেন, ‘আমি কখনও কোনোদিন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমার মুখে দাঁড়ি আছে এটাই আমার দোষ।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম জাগো নিউজকে বলেন, ‘ওই ছেলে শিবির করে এমনটি আমি জেনেছি। এ ক্যাম্পাসে শিবিরের কোনো ঠাঁই নাই।’

ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।