রাবি শিক্ষার্থীকে বাঁচাতে সাহায্যের আবেদন


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৯ জুলাই ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী শেখ আরমান হোসেন বতর্মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার জন্যে অনেক টাকার প্রয়োজন। তাকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন আরমানের পরিবার ও সহপাঠীরা।

আরমানের বাড়ি খুলনার ফুলতলার বেজেবংগব এলাকায়।

আরমানের সহপাঠীরা জানান, ২০ জুলাই খুলনার ফুলতলায় খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন শেখ আরমান। এরপর থেকে সে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শেখ আরমানের একটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছে। তার চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া তার মাথায় গুরুতর আঘাত লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।

আরমানকে সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ: ০১৭৬৭-১৫৯২২৮ এবং যোগাযোগের ঠিকানা : ০১৯৮৯৩৩১৬৬৭ (আরমানের বড় ভাই)।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।