রাবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৯ জুলাই ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ (২৮ জুলাই ৩ আগস্ট) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফিশরিজ বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ফিশারিজ বিভাগের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এ সময় শোভাযাত্রায় বিভাগের সভাপতি ড. মুহম্মদ আফজাল হুসাইনসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে তারা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালেয়র উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করেন।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।